ঢাকা, শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
নওগাঁ থেকে যন্ত্রাংশসহ পর্নোগ্রাফি সরবরাহকারি ৫জন আটক করেছে র‍্যাব-৫
নাহিদ আখতার (জয়পুরহাট)
২৯ জুলাই/২১ বৃহস্পতিবারঃঃ র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-আজ ২৯ জুলাই ২০২১ ইং তারিখ বিকাল ৩’১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী,বাজার হতে আটক করা হয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ কারি ৫ জনকে গ্রেফতার করে।
এ সময় সিপিও- ০৪ টি, হার্ড ডিস্ক- ১১টি,  মনিটর- ০৪ টি,
মাউস- ০৮ টি,  বিভিন্ন ক্যাবল- ১২ টি সিজার লিষ্টটের মাধ্যমে জব্দ করা হয।
পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি,আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা-মৃত. আব্দুল লতিফ, সাং-উত্তর পেচুলিয়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ২। মোঃ তুহিন হোসেন (২৯), পিতা-মৃত. কামাল
শাহ্, সাং-জাহানপুর, ৩। মোঃ বিপ্লব হোসেন (৩৩), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং- জাহানপুর দক্ষিন পাড়া,উভয় থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, ৪। মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা-মোঃ কবির উদ্দিন, সাং- দক্ষিন পেচুলিয়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ৫।
শ্রী সুমিত মহন্ত (২৮), পিতা-শ্রী ভবেশ মহন্ত, সাং-নানাইচ, থানা-ধামইরহাট, জেলা- নওগাঁ।
 অপর ১টি অভিযানে সন্ধা ৬:১০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন নলডাঙ্গা এলাকা হতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আসামী মোঃ অন্তর (২৫), পিতা- মোঃ নুরুজ্জামান, সাং-পূর্ব রুকুন্দিপুর (মাষ্টারপাড়া), থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় পর্নোগ্রাফি
নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের এবং ওয়ারেন্টভূক্ত আসামীকে আক্কেলপুর থানায়জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

4 responses to “নওগাঁ থেকে যন্ত্রাংশসহ পর্নোগ্রাফি সরবরাহকারি ৫জন আটক করেছে র‍্যাব-৫”

  1. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/41641 […]

  2. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/41641 […]

  3. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/41641 […]

  4. … [Trackback]

    […] Here you can find 19679 more Info on that Topic: doinikdak.com/news/41641 […]

Leave a Reply

Your email address will not be published.