আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মায়ের সাথে গোসল করতে গিয়ে আত্রাই নদীর পানিতে ডুবে শ্রাবন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শ্রাবন উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের শ্রী কাঞ্চন চন্দ্রের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় শ্রাবনকে সাথে নিয়ে তার মা শ্রীমতি ইতি রাণী বাড়ির পার্শ্ববর্তী আত্রাই নদীতে গোসল করতে যান। উভয়ে গোসল করার সময় এক পর্যায়ে শ্রাবন নিখোঁজ হয়। তার মা তাকে খোঁজাখুজি করেও না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। এখবর দ্রুত ছড়িয়ে গ্রামের লোকজন ছুটে এসে অসংখ্য মাছধরা জাল ফেলে তাকে খুঁজতে থাকেন। প্রায় এক ঘন্টা পর নদীর বালুর ভীতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে।