ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
কামারখন্দে ৮ জুয়াড়ি গ্রেফতার
ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নান্দিনামধু এলাকায়  তাস দিয়ে জুয়া খেলার সময় আট জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাসান মন্ডল, শামীম প্রামাণিক, ফিরোজুল ইসলাম, রফিক, সুজন সরকার, আতাউর রহমান হিরন,আবু সিদ্দিক, মাসুদ আটককৃতরা হলেন উপজেলার নান্দিনামধু এলাকার বাসিন্দা।

এসময়ে তাদের কাছ থেকে নগদ ৩৪,৮০০ শত টাকা, চার বান্ডিল তাস ও দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করে বুধবার সকাল ১০ টায়  সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

x