লালমনিরহাটের আদিতমারীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার(২৬ জুলাই) উপজেলার তালুক পলাশি এলাকার দুলাল হোসেন(৫০) এর ছেলের বিয়ের অনুষ্ঠানে অভিযান চালান উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী পরিবারটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। এসময় আদিতমারী থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন।অপরদিকে উপজেলার সরলখাঁ এলাকার আমিনা বেগম(৪৫) এর ছেলের বিয়ের অনুষ্ঠানেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা করে।
এই বিষয়ে ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন,লকডাউন অমান্য ও বিধিনিষেধ উপেক্ষা করে সামাজিক অনুষ্ঠান করায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।