ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
বানারীপাড়া পৌর শহরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নাহিদ সরদার বানারীপাড়া(বরিশাল)

বানারীপাড়া পৌর শহরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন মোল্লাবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।  শনিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতের কোনো এক সময় শামসুল হক বেপারীর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া পশ্চিম জিরারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মঞ্জুরুল আলমের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

সংঘবদ্ধ চোরচক্র বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ওই বাসার প্রতিটি রুমের তালা ও আলমারি ভেঙে সব মালামাল তছনছ করে এবং অানুমানিক দুই লক্ষাধিক নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জানা যায়, বাসার মালিক মঞ্জুরুল আলম ঈদুল আজহার আগের দিন ২০ জুলাই ঈদ উদযাপনের জন্য সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার (২৫ জুলাই) সকালে বাড়ির মালিকের ফোন পেয়ে ঘটনা জানতে পেরে তিনি তাৎক্ষণিক বাসায় চলে আসেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বাসার সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে একই রাতে ২নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ভাড়াটিয়া তুহিনের বাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

x