আজ ২৫ জুলাই জামালপুর জেলার সিভিল সার্জন অফিস সূএে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী,জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৭ টি নমুনা পরীক্ষায় ১৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ৮৪ টি নমুননা পরীক্ষায় ৮ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৯৫ টি নমুনা পরীক্ষায় ২১ জন অর্থাৎ মোট ২৩৬ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৩ জন (জামালপুর সদর- ২৫ জন, মেলান্দহ- ২ জন, সরিষাবাড়ী- ৫ জন, দেওয়ানগঞ্জ- ৩ জন ও বকশীগঞ্জ- ৮ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪০৪৩ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- শেখেরভিটা ২ জন, পাঁচরাস্তা ২ জন, পাথালিয়া ২ জন, রৌমারী, বেলটিয়া, নান্দিনা ৬ জন, হাইস্কুল মোড়, সর্দারপাড়া, কম্পপুর, দিগপাইত, চরভাটিয়ালী, সদর, কাছারীপাড়া, নারিকেলী, ব্যাংক কলোনী, বোষপাড়া ও রশিদপুর।
মেলান্দহ- পচাঁবহলা ও সাদিপাটি।
সরিষাবাড়ী- স্থল, সরিষাবাড়ী, চর সরিষাবাড়ী, বড়সড়া ও বনগ্রাম।
দেওয়ানগঞ্জ- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল রোড ও চর আমখাওয়া।
বকশীগঞ্জ- সূর্যনগর ২ জন, ঘাশীরপাড়া, মিয়াপাড়া ২ জন, মধ্যেবাজার ও বকশীগঞ্জ ২ জন।
সর্বশেষ সুস্থ ৬০ জন (জামালপুর সদর- ২৩ জন, মেলান্দহ- ৪ জন, মাদারগঞ্জ- ৪ জন, সরিষাবাড়ী- ৯ জন, দেওয়ানগঞ্জ- ৪ জন ও বকশীগঞ্জ- ১৬ জন)।
সর্বমোট সুস্থ ৩৪৫৫ জন।
সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- বনগ্রাম, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৭০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ২৪/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ২৪/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৪/০৭/২০২১ (হোম)।
সর্বমোট মৃত্যু ৭৮ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ২৩৬ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ৩০৯৪৬ টি।