ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
বানারীপাড়ায় কঠোর অবস্থানে প্রশাসন নির্দেশনা অমান্য করায় ২১ মামলা
নাহিদ সরদার বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়ায়  করোনাভাইরাস জনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা বাস্তবায়নকল্পে শনিবার ২৪ জুলাই ২০২১ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বানারীপাড়া উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল রোডে সরকারি নির্দেশ অমান্য করে যানবাহন চলাচল এবং বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট  পর্যন্ত সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৩ টার পর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও যানবাহন চলাচল এর অপরাধে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা। এ অভিযানে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আহমেদ সহ  পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করে।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্যের দায়ে দিনের প্রথম ভাগে ১৫ টি মামলায় মোট ৭হাজার ৩ শত টাকা  ও বিকালে ৬ টি মামলায় মোট ৩হাজার ৫ শত টাকা, সর্বমোট ২১ টি মামলায় ১০হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x