ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
জামালপুর জেলার করোনা পরিস্থিতি
এ,এস,পলাশ,জামালপুর-
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ১২ টি নমুনা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২ টি নমুনা পরীক্ষায় ৫ জন অর্থাৎ মোট ১০৬ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৩ জন (জামালপুর সদর- ৯ জন, মেলান্দহ- ২ জন ও সরিষাবাড়ী- ১২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৯৭৫ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- শরীফপুর, মিয়াপাড়া, রশিদপুর, নাসিরাবাদ, সদর, বেলটিয়া, গোদাশিমলা, লাঙ্গলজোড়া ও কাছারীপাড়া।
মেলান্দহ- মেলান্দহ ২ জন।
সরিষাবাড়ী- সরিষাবাড়ী, বাউসী, কোনাবাড়ী, শিমলা বাজার ২ জন, সেঙ্গুয়া, স্থল ৩ জন, সাতপোয়া ২ জন ও পুঠিয়ারপাড়।
সর্বশেষ সুস্থ ৩৪ জন (জামালপুর সদর- ১৯ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ১১ জন ও সরিষাবাড়ী- ১ জন)।
সর্বমোট সুস্থ ৩৩৩৫ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৭৭ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ১০৬ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ৩০৬২০ টি।

Leave a Reply

Your email address will not be published.

x