বিবাহিত বনাম অবিবাহীত ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামে ঈদ উপলক্ষে বার্ষিক বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার অনুষ্ঠিত হইয়েছে
বৃহস্পতিবার (২২জুলাই) বিকালে উপজেলার পাইকড়া গ্রামে ঈদ উপলক্ষে বার্ষিক বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার অনুষ্ঠিত হয় ।
এসময় পাইকড়া উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আবু হানিফ আলী সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকড়া ইউনিয়ন বাসির প্রিয় মুখ তারুণ্যের প্রদীপ ৮নং পাইকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান মিজান, উদ্ভোদক ছিলেন মালেক সিকদার, ময়েজ উদ্দিন, আব্দুল মালেক, লাল খা, প্রচার সম্পাদক পাইকড়া ইউনিয়ন যুবলীগের মোঃ শাহাদত হোসেন , মোঃ রাসেল মিয়া,, পাইকড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা কবির হোসেন, লিটন মিয়া, মেহেদী হাছান ফিরোজ খান, ইদ্রিস তালুকদার, জিসান, সিয়াম, মাছুদসহ পাইকড়া গ্রাম বাসি।
খেলা শেষে ১/০ গোলে জয় লাভ করা বিবাহিত দলের মাঝে ২১” কালার এল ই ডি টেলিভিশন তুলে দেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান মিজান।