ঈদকে কেন্দ্র করে জামা ও জুতো কিনে না দেয়ায় ৯ বছরের শিশু নাঈম আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। সে ইরাক প্রবাসী সালেক মিয়ার ছেলে। আর এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামে।
জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বুধবার (২১ জুলাই) বিকেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নাঈম তার মার কাছে স্টাইল করে চুল কাটা, ঈদে নতুন জামা এবং জুতো কিনে দেয়ার জন্য বায়না ধরেছিল। তার মা এ নিয়ে ছেলেকে বকাঝকা ও হালকা ভৎর্সনা করে। ফলে রাগ করে মঙ্গলবার (২০ জুলাই) রাতে রান্নাঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।
পুলিশের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, শিশু নাঈমের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।