দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে, খোলা মাঠে নামাজ পড়ার পাশাপাশি রায়গন্জের সকল মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে।
বুধবার ২১ জুলাই ২০২১ সিরাজগন্জের রায়গন্জের ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা ঈদগা মাঠেও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছ।এদিকে ৮ নং পাংগাশী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার বলেন,উপজেলার বিভিন্ন ঈদগা মাঠের পাশাপাশি মসজিদে মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়।দেশের করোনা পরিস্থিতি বৃদ্ধির কারনে সরকারী নির্দেশ সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে নামাজ শেষে কোলাকুলি,হ্যান্ড শেক করা থেকে বিরত থাকতে হয়েছে ।
ইসলাবাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার ঈদগা মাঠের ইমাম,মাওলানা জাকারিয়া আনসারি জানান,মহামারি করোনা হতে রেহাই পেতে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে ঈদের নামাজ শেষ করা হয়।