বছর ঘুরে জিলহজ্ব মাসে
বাঁকা চাঁদের হাসি,
জগৎ জুড়ে দিল খোলা সে
ঈদের হাসি খুশি।
ত্যাগের মহিমা ছড়িয়ে দিও
মুছব সকল গ্লানি,
ভোগের কালিমা ঘুচিয়ে নিও
ফলবে ফসল আসমানী।
ত্যাগের শানে হয় জানি
ভোগের নয় মানি,
বছর ঘুরে আবার এলো
ঈদুল আজহা কোরবানি।
প্রভু সত্য——- -ধর্ম সত্য
কোরআন সত্য জানি,
খোদা তা’য়ালার নির্দেশ মানি
কর নিত্য কোরবানি।
আরশ পথে হও খেয়ালী
চাঁদের হাসি খানি,
কার খুশিতে চাঁদ হাসিল
তাঁর সে খুশিতে-ই কোরবানি।
জীবন মরণ শয়ন স্বপন
প্রভুর রাহে মানি,
মনের পশু দমন কর
বিভু চাহে এমন- ই।
হালাল অর্থে কিনবে পশু
দিবে তুমি কোরবানি,
ভেজাল তাতে করলে ভস্ম
হবে সব- ই বেইমানি।
কোরবানি দান দীন দুঃখিদের
ত্যাগ মহিমার শানে,
আসমানী মান নিশ্চয় সুখের
বরকত পূর্ণ দানে।
… [Trackback]
[…] There you can find 90393 additional Information on that Topic: doinikdak.com/news/38609 […]