জিপিএস ইস্পাত ” অনন্য প্রতিভা “র গ্র্যান্ডফিনালেতে নওগাঁর মেয়ে মুবাশশিরা, চেয়েছেন ভোট
এনটিভি তে জিপিএস ইস্পাত নিবেদিত বাংলাদেশের সর্বপ্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ” অনন্য প্রতিভা “২০২১ এর গ্র্যান্ডফিনালেতে নওগাঁর মেয়ে মুবাশশিরা কামাল ইরা। প্রতিভাবান এই নৃত্যশিল্পী তার নাচের জাদুতে বিচারকদের মন জয় করে স্বপ্নের ফিনালেতে পৌঁছে গেছে।
মুবাশশিরা বলেন, আমার পারফর্মেন্স যদি আপনাদের ভালো লাগে এবং আমাকে যদি বিজয়ী হিসেবে দেখতে চান তাহলে প্লিজ আমাকে ভোট করুন ও আমার জন্য দোয়া করবেন।
মুবাশশিরা কে ভোট করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GPH < Space>5003 এবং Send করুন 26969 নাম্বারে। একটি নাম্বার থেকে যতখুশি ততবার। ভোট করার শেষ সময় ৩১ জুলাই পর্যন্ত।