বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে ২০টি গরুর হাটের অনুমতি
বাগেরহাট জেলায় স্বাস্থ্যবিধি মেনে ২০টি গরুর হাটের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়। অনুমতি প্রদানের দিনেই কিছু হাটে গরু ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ২০টি স্থায়ী হাটে গরু ক্রয়-বিক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- বাগেরহাট সদর উপজেলা, কচুয়া, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, শরণখোলা এই ৬টি উপজেলায় দুটি করে ১২টি, মোরেলগঞ্জে ৬টি এবং রামপালে ১টি ও মোংলায় ১টি।
বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফার রহমান বলেন, জেলার ৯টি উপজেলায় স্থায়ী ২০টি হাট পরিচালনার জন্য অনুমতি দিয়েছেন জেলা প্রশাসন। এছাড়াও খামারীদের পালিত পশু বিক্রির জন্য আমাদের অনলাইন হাট চালু রয়েছে। কোরবানির আগ মুহূর্তে কিছু অস্থায়ী হাটের অনুমতির বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।