ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সুন্দরবনের ৯ হরিণ শিকারী মোংলায় আত্মসমর্পণ করেছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুন্দরবনে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে হরিণ শিকারের সাথে জড়িত থাকা  ৯ হরিণ শিকারী মোংলার জয়মনি এলাকায় বন বিভাগের  চাঁদপাই রেঞ্জে আত্মসমর্পণ করেছেন।

সোমবার(১৬ আগষ্ট) সকাল ১০ টায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় আত্মসমর্পণ করেন,ওই ৯ হরিণ শিকারী। আত্বসর্মপণ কারী হরিণ শিকারীরা হলেন” সাজ্জাক ব্যাপারি,এমদাদুল সরদার, মহিদুল শেখ,  রেজাউল শেখ, জাহাঙ্গীর মোল্যা, বাচ্চু মৌছাল্লি, আতাউর খাঁন, রুবেল শেখ, ফরিদ জোমাদ্দার।

ওইসব ব্যাক্তিরা মোংলা উপজেলার  সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক,চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চাঁদপাই সহ ব্যবস্থাপনা সংগঠন সিএসসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল,৮নং ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার,বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান,চিলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম  সম্পাদক শামসুর রহমান হাওলাদার চাঁদপাই সহ ব্যবস্থাপনা সংগঠনের কোষাধ্যক্ষ আল আমিন মোছাল্লি সহ প্রমুখ।

৯ জন হরিণ শিকারীরা তিনশো টাকার স্টাম্পে স্বাক্ষর করেন ও মুসলিম ধর্মের পবিত্র আল কোরআন নিয়ে  শপথ করে বলেন,ভবিষ্যতে বনের হরিন পাচারের সাথে জড়াবে না।

এর আগেও ১৮ জন হরিণ শিকারী বন বিভাগের কাছে  আত্মসমর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *