দিনাজপুর পৌরসভায় বিনা মূল্যে ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২১ উপলক্ষে দিনাজপুর পৌরসভা কার্যালয়ে তালিকাভুক্ত অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ্য ব্যক্তি/পরিবারের মাঝে কার্ডপ্রতি ১০ কেজি হারে ভিজিএফ চাউল বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, পৌরসভার সচিব মাহবুবার রহমান, চাউল বিতরণী কার্যক্রমের ট্যাগ অফিসার (শহর সমাজসেবা অফিসার) মোঃ মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল হানিফ দিলন সহ আরো অনেকে। দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪ হাজার ৬২৩ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।