ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে গ্যাস ফিল্ডে প্ল্যান্টে আগুন
Reporter Name

সিলেটের হবিগঞ্জের বাহুবলে ৪০০০ বিপিডি কনডেনসেট ফ্রাকশনেশন গ্যাস ফিল্ডের প্ল্যান্টে লাগা আগুন দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

প্ল্যান্টের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেটের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কোবাদ আলী সরকার জানান, বুধবার সাড়ে ১১ টার দিকে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টের একটি ড্রেনে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।

সেসময় প্ল্যান্টের নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্ল্যান্টের কোন ইউনিট বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ জানিয়েছে, এই ঘটনায় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনা তদন্তের পর বিস্তারিত জানাবেন তারা।

x