ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সাপাহারে ২৬ হাজারেরও বেশি পরিবার পাচ্ছে ভিজিএফ’র ১০ কেজি করে চাল
তোফায়েল আহমেদ, সাপাহার, নওগাঁ প্রতিনিধি:

ঈদ-উল আযহা উপলক্ষে নওগাঁর সাপাহারে ২৬ হাজারের অধিক পরিবার পাচ্ছেন ভিজিএফ’র ১০ কেজি করে চাল।

বুধবার উপজেলার ফুরকুটি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাপাহার সদর ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ট্যাগ অফিসার কাওছারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভুট্টু পাহান, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রাসেল রানা সহ ইউপি সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন জানান, দুস্থ, অসহায় ও অতি দরিদ্র মানুষেরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এ লক্ষেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নে ২৬ হাজার ৪৪২ টি দুস্থ, অসহায় ও অতি দরিদ্র পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে। ঈদের আগেই পবিবার গুলোর মাঝে ২৬৪.৪২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। চাল বিতরণে কোন প্রকার অনিয়ম হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

x