ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সাপাহারে ভিজিএফ’র ১০ কেজি করে চাল পাচ্ছেন ২৬ হাজারেরও বেশি পরিবার
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নওগাঁর সাপাহারে ২৬ হাজারের বেশি গরিব ও অসহায় পরিবার পাচ্ছেন ভিজিএফ’র ১০ কেজি করে চাল।

বুধবার সকালে উপজেলার ফুরকুটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাপাহার সদর ইউনিয়নের ভিজিএফ উপকারভোগী কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মধ্যেদিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অাব্দুল্যাহ্ আল মামুন।

এসময় সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ট্যাগ অফিসার কাওছারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভুট্টু পাহান, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রাসেল রানা সহ ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অাব্দুল্যাহ্ আল মামুন জানান, দুস্থ, অসহায় ও অতি দরিদ্র মানুষেরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এ লক্ষেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নে ২৬ হাজার ৪৪২ টি দুস্থ, অসহায় ও অতি দরিদ্র পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে। ঈদের আগেই পবিবারগুলোর মাঝে ২৬৪.৪২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। চাল বিতরণে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

One response to “সাপাহারে ভিজিএফ’র ১০ কেজি করে চাল পাচ্ছেন ২৬ হাজারেরও বেশি পরিবার”

  1. … [Trackback]

    […] There you can find 87533 more Info to that Topic: doinikdak.com/news/36193 […]

Leave a Reply

Your email address will not be published.

x