ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
পাথরঘাটায় নয় মাসের মেয়ে ও স্ত্রী হত্যাকারী শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও মেয়ের হত্যাকারী ঘাতক শাহিনের ওপেন ক্রসফায়ারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সংগঠন প্রতয় ও জনসাধারণ ।

আজ বুধবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করা হয়।

ঘাতক সাহিন মুন্সী উপজেলার পূর্ব হাতেমপুরৈ গ্রামের খলিল মুন্সীর ছেলে।

এরআগে গত ১ জুলাই রাত ১০টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলায় লায়নলের সুতা পেঁচিয়ে হত্যা করেন শাহিন। পরে নয় মাসের শিশু সামিরা আক্তার জুঁইকে কান্না করতে দেখে তাকে নিয়ে বাড়ির পিছনে খালের পানিতে ডুবিয়ে হত্যা করেন। মা ও মেয়েকে বাড়ির পিছনে খালের পাশে পুঁতে রাখা হয়।

পরে স্থানীয়রা সাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। এরপর ঘটনা স্থলে এসে গর্ত খুঁড়ে দড়িতে হাত পা বেঁধে ভাঁজ করা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

সংগঠন প্রতয় সভাপতি মোঃ মেহেদী সিকদার জানান, গত ১ জুলাই পারিবারিক কলহের জেরে ধরে শাহিন মুন্সি তাঁর স্ত্রী সুমাইয়া ও নয় মাসের মেয়ে জুঁইকে নৃশংসভাবে হত্যা করে। আমার শাহিন মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে সর্বোচ্চ বিচারের দাবী জানাই।

x