ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
রাজারহাট মডেল প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের দেওয়া ঈদ উপহার আজ (১৪ জুলাই ) বুধবার দুপুরে কিছু অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাউল,১কেজি আটা,১কেজি চিনি,১/২লিটার তেল,১কেজি লবণ,১কেজি মসূর ডাল ও ১কেজি সুজি।

অসহায় পরিবার ঈদ উপহার সামগ্রী পেয়ে রাজারহাট মডেল প্রেসক্লাবের মাধ্যমে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নুরে তাসনিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ ও সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা। সহ সভাপতি আব্দুর রফিক,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম,দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন,কোষাধ্যক্ষ আব্দুর রউফ,রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাকির পশার ইউনিয়ন  সভাপতি অজয় কুমার সরকার। মনিরুল ইসলাম ও শরৎ চন্দ্র রায়। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকেই।

x