কক্সবাজার সদরের নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুবীর দাশের স্ত্রী আঁখি দাশ (৩৩) আর নেই। তিনি ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়ার বাসিন্দা। ১২ই জুলাই সোমবার রাত ১১ টায় তিনি মারা যান।
জানা যায়, কয়েকদিন পূর্বে আঁখি দাশের জ্বর, সর্দি, কাশি ও বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবশ্যিক সিজারে তার বাচ্চা হয়। অবস্থার ক্রম অবনতি হলে তাকে চট্টগ্রাম রয়েল হাসপাতালের আইসি ইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিক্ষক সুবীরের স্ত্রীর বিয়োগে শোক জানিয়ে বিবৃতি দেন- ঈদগাঁও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি এসএম তারিকুল হাসান ও সচিব নূরুল ইসলাম। বিবৃতি দাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোকসহ সমবেদনা জানিয়েছেন।