ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
ঈদগাঁওতে কোরবানীর পশুর হাট জমে উঠছে
এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে কক্স বাজার সদরে ঈদগাঁওর বৃহৎ পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভীড় চোখে পড়ার মত।

১৩ জুলাই (মঙ্গলবার) বাজার ঘুরে দেখা যায়, বড় গরু-মহিষের পাশাপাশি মাঝারি গরু চোখে পড়ে। ক্রেতা ও বিক্রেতাদের ঢল নামে। বাজারে আগত অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক। সামাজিক দুরত্বও বজায় নেই।

বিগত বছরের তুলনায় এবছর চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে সরিয়ে পাশ্ববর্তী আনু মিয়া সিকদারের ব্রীক ফিল্ডের খোলা মাঠে বসানো হয়েছে পশুর হাট। গরু মহিষ রাখার খুটিও দুরত্বের ভিত্তিতে স্থাপন হয়নি। নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবক টিম। এ পশুর হাটে বিভিন্ন স্থান হতে পশু ক্রয়-বিক্রয় করতে আসেন ক্রেতা বিক্রেতারা।

আরো দেখা যায়, এ বাজারে এক গরু ব্যবসায়ী তার গরুর দাম হাকিয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে আরেক ব্যবসায়ী তার গরু ২লক্ষ ৭০হাজার টাকা দিয়ে বিক্রি করেছে। সে সাথে মাঝারী গরুর দামও বৃদ্বি পেয়েছে।

2 responses to “ঈদগাঁওতে কোরবানীর পশুর হাট জমে উঠছে”

  1. like this says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/35858 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/35858 […]

Leave a Reply

Your email address will not be published.

x