ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত
নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে অধিকার ও পছন্দই মূলকথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্ক্ষিত জন্মহারের সমাধান মিলে” আলোচ্য প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জুম অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়ালী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান প্রামানিক এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি আল মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উমর আলী,  প্রেসক্লাবের সাংবাদিকগন সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

x