ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
বাগেরহাটে ৩শত পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা
Reporter Name

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে ‘লকডাউনে’ কর্মহীন ৩শ পরিবহন শ্রমিককে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।  রবিবার (১১ জুলাই) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে কর্মহীন এসব শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনাকালীন মানুষ এক ধরনের সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ‘লকডাউনে’র ফলে এই সংকট আরও বেড়েছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাই এসব মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ মান্য করতে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনাকালীন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

x