ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
রংপুর জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ
Reporter Name

হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার: মানুষের মধ্যে অসচেতনতা জেঁকে বসেছে। সামাজিক নিরাপদ দূরত্বের বালাই নেই। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কোনো পদক্ষেপেই সংক্রমণ নিয়ন্ত্রণে তেমন কাজে আসছে না। আর এসব কারণে প্রতিনিয়ত সারাদেশের ন‍্যায় রংপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

লকডাউনের তৃতীয় দিনে আজ (৭ এপ্রিল ) বুধবার দুপুর ২ টার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক রংপুর জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীন চন্দ্র দাসের নেতৃত্বে রংপুর জেলা যুবলীগ ২০০জন অসহায়  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও  ৫০০০ মাক্স বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বাবু লক্ষীন চন্দ্র দাস। শেখ সাদী। ডাঃ লুৎফর আলী রনি। রংপুর জেলা যুবলীগ এর অন‍্যতম সদস্য ডিজেল আহমেদ। জাহেদুল ইসলাম বাবু। যুবনেতা ওয়াদুদ আলী, হীমেল মিত্র অপু,সৌরফ তন্নু,লেমন রিজু সাওয়ন আরিফ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকেই।

x