ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১০:০১ অপরাহ্ন
বিরামপুরে হেরোইন ও ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পুনি আটক
(মিজানুর রহমান মিজান)বিরামপুর, দিনাজপুর।

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ পুড়িয়া হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি মাদক স¤্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি (৩৩) কে আটক করেছে।

থানা সুত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) সকালে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই মোঃ নূর আলম সিদ্দিক বিরামপুর পৌর শহরের চকপাড়া(পুকুর পাড়) মাদক স¤্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহনাজ পারভিন ওরফে পুনি পালানোর চেষ্টা কালে তাঁকে আটক করে। পরে নারী কনস্টেবল দ্বারা তাঁর দেহ তল্লাশী পূর্বক ৮ পুড়িয়া হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আটকৃত মাদক স¤্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি বিরামপুর পৌর শহরের চকপাড়া (পুকুর পাড়) মহল্লার আনছার আলী স্ত্রী।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক মাদক মামলার আসামী মাদক স¤্রাাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনির বিরুদ্ধে ধারা ৩৬(১) এর ১০(ক)/৮(ক) এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার (১০ জুলাই) দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। মাদক বর্তমানে আমাদের সমাজে একটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

x