দৈনিক ডাকঃ রাত তখন ৩টা। হঠাৎই শ্বাসকষ্ট বেড়ে যায় স্কুল শিক্ষিকা শিখা বড়ুয়ার (৬৮)। ঘরের অক্সিজেন শেষ। দোকানও বন্ধ। শেষে ফোন করেন থানায়। থানা থেকেই অক্সিজেন নিয়ে আসে পুলিশ। বুধবার (৭ জুলাই) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার মোগলটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে জানান, রাত ৩টার দিকে শিক্ষিকার পরিবার থেকে ফোন দেয়া হয়। তার শ্বাসকষ্ট ছিল।অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় আরেকটি অক্সিজেনের প্রয়োজন হয়। আমাদের থানার পক্ষ থেকে সেই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।
স্কুল শিক্ষিকা শিখা বড়ুয়া পটিয়া উপজেলার বরিয়া গ্রামের ডা. বিমলেন্দু বড়ুয়ার স্ত্রী। তার ছেলে খুলনায় থাকেন। চট্টগ্রামে তিনি মোগলটুলী বড়ুয়া পাড়া থাকেন মেয়ের বাসায়। তিনি শ্বাসকষ্টের রোগী।
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/34155 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/34155 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/34155 […]