ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
অক্সিজেনের জন্য বাঁচানো গেলোনা ফরিদাকে
রামপাল( বাগেরহাট) প্রতিনিধিঃ
অক্সিজেন নিয়ে ছুটে গেল বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপালের সদস্য বৃন্দ
করোনা উপসর্গ নিয়ে বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের ফরিদা বেগম(৭০) ভর্তি হন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  কিন্তু হাসপাতালে থেকেও অক্সিজেনের জন্য ফোন করে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের ০১৮৮৬-৩০৫৩০৯ হটলাইন নাম্বারে।
সংবাদ পেয়েই বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সদস্য, রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন,  বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু,  রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,  ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী  তৎক্ষনাৎ অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপস্থিত হন ফরিদার পাশে। অক্সিজেন নিয়ে লাগানোর সময়ই মারা যান ফরিদা বেগম।  উল্লেখ্য বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র উদ্যোগে প্রতিষ্ঠিত বাগেরহাট অক্সিজেন ব্যাংকের একটি শাখা রামপালে ও উদ্বোধন করা হয়েছে।  রামপাল শাখার তত্ত্বাবধানে রয়েছে রামপাল উপজেলা ছাত্রলীগ ইতিমধ্যে এ শাখার পক্ষ থেকে ২ জন ব্যক্তিকে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে।
x