ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
মোংলা বন্দরে যুক্ত হলো হারবার ক্রেন
বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে আমদানি করা হয়েছে তিনটি মোবাইল হারবার ক্রেন। এক হাজার ৩৩২ মেট্রিক টন ওজনের এ ক্রেনগুলোর জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে বন্দর জেটিতে শুরু হয়েছে ক্রেনগুলোর খালাসকাজ।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, ক্রেনগুলো নিয়ে আসা ইতালির পতাকাবাহী ইমকি নামের এ জাহাজটিতে আরও মূল্যবান কিছু যন্ত্রাংশ রয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, অত্যাধুনিক ক্রেনগুলো বন্দরের বহরে যুক্ত হওয়ায ফলে জেটিতে পণ্য খালাসের সক্ষমতা বাড়বে কয়েকগুণ।

এর আগে একমাস আগে লিভার কোম্পানির তৈরি ক্রেন তিনটি নিয়ে জার্মানের রকস্ট্রক বন্দর থেকে ছেড়ে আসে ইমকি নামক ইতালিয়ান জাহাজটি। বুধবার (৭ জুলাই) বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে এটি।

2 responses to “মোংলা বন্দরে যুক্ত হলো হারবার ক্রেন”

  1. … [Trackback]

    […] Here you can find 19644 more Info to that Topic: doinikdak.com/news/33991 […]

  2. … [Trackback]

    […] There you can find 86648 more Information to that Topic: doinikdak.com/news/33991 […]

Leave a Reply

Your email address will not be published.

x