ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
বাগেরহাটে ভ্রাম্যমাণ কাঁচা বাজার চালু
বাগেরহাট প্রতিনিধি

লকডাউনে মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বাগেরহাটে ভ্রাম্যমাণ কাঁচা বাজার চালু করা হয়েছে।  বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপন, শাহ নেওয়াজ মোল্লা দোলন, তৌহিদুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, বিনা প্রয়োজনেও কাঁচা বাজারে বিভিন্ন লোকজন ঘোরাফেরা করেন। এসব মানুষের কাঁচা বাজারে আসা বন্ধ করতে যে ভ্রাম্যমাণ বাজার চালু হয়েছে, তা ভূমিকা রাখবে। আমরা মানুষকে বলতে পারব, আপনার বাড়ির পাশে সবজি ও প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়, বাজারে আসার প্রয়োজন নেই। এছাড়াও ‘লকডাউনে’র মধ্যে বেকার ভ্যানচালকদেরও এক ধরনের কর্মসংস্থান সৃষ্টি হলো।

এদিকে ‘লকডাউনে’ বেকার থাকা ভ্যানওয়ালারাও খুশি ভ্রাম্যমাণ বাজারে পণ্য বিক্রির সুযোগ পেয়ে। ভ্যানচালকরা বলেন, ‘লকডাউনে’ বাইরে বের হওয়া বন্ধ। ‘লকডাউনে’র নির্দেশনা মেনে আমরাও ভ্যান চালানো বন্ধ রেখেছিলাম। বেকার অবস্থায় খুবই কষ্টে যাচ্ছিল সংসার। এ উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে পণ্য বিক্রির সুযোগ পেয়ে আমাদের খুব উপকার হলো। এখন কিছু আয় করে খেতে পারব।

2 responses to “বাগেরহাটে ভ্রাম্যমাণ কাঁচা বাজার চালু”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/33988 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/33988 […]

Leave a Reply

Your email address will not be published.

x