ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
লকডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ঈদগাঁওর কর্মহীন শ্রমজীবিরা
স্টাফ রিপোটার,ঈদগাঁও
দৈনিক ডাকঃ কঠোর লকডাউনে মানবেতর জীবন কাটাচ্ছেন কক্সবাজার সদরে বৃহত্তর ঈদগাঁওর কর্মহীন শ্রম জীবিরা। করোনা সংক্রমন রোধে লকডাউনের কারনে চরমভাবে বিপাকে পড়েন নিন্ম আয়ের  জনগোষ্টি। ভাল নেই খেটে খাওয়া লোকজনরা। এমন সময়ে কাজ না থাকার ফলে আয়ও নেই। যাতে পরিবার পরিজনের ভরন পোষন চালাতে  হিমশিম খেতে হচ্ছে পরিবার প্রধান কর্তাকেই।
আবার অনেকের আছে বিভিন্ন এনজিওর কিস্তি টাকা আদায়, কাজকর্ম না থাকায় বেকায়দায় পড়ে নিন্ম আয়ের অনেক পরিবার। মন চাইলেও খেতে পারছেনা। চরম দূর্ভোগে জীবন যাপন কর ছেন রিকসা চালক,ভ্যানগাড়ী চালক,কুলি,হকার
বিভিন্ন দোকানের কর্মচারীসহ দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষগুলো। কাউকেই বুঝাতে পারছেনা মনের ব্যাথা। বহুজনের দিন কাটে অনাহারে অর্ধাহারে।
বর্তমানে করোনাে পরিস্থিতির কারনে ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুধু হয়েছে দেশব্যাপী।চলছে বিধি নিষেধও। এটি মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেয় বৃহৎ এলাকার গ্রামীন জন পদের খেটে খাওয়া মানুষ গুলোর উপর।
৮ জুলাই ঈদগাঁওর খেটে খাওয়া শামসুল আলম জানান, আয় রোজগারের পথ বন্ধ লকডাউনের কারনে। সংসার চালাতে প্রতিনিয়ত ৪ শতাধিক টাকা প্রয়োজন। নিজের খরছতো দূরের কথা,  পরিবার পরিজন চালানোর টাকা কোথায় পাব বলেও আক্ষেপ করেন।
কালু জানান,কোথাও কোন ত্রান সহায়তা পেলে খবর রাখার কথাও বলে। এ কঠোর লকডাউনে কোনরকম বেঁচে আছি। কাজকর্ম নাই।
আবার অনেকে লকডাউনের জন্য বেরও হয়না তেমন। আয়তো নেই। কি করে সংসার চালাবেই এমনি চিন্তায় মগ্ন তারা। চোখে মুখেই হতাশার কালো ছায়া। অধিকাংশ মানুষ কোন কাজকর্ম ছাড়ায় অলস সময় পার করছে।
তাওহীদ জানান, কঠোর লকডাউনে নিম্ম আয় লোকজনের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারে দূর্দিন চলছে। চোখ বুঝে সহ্য করছে। চক্ষু লজ্জায় কাউকে বলতে পারছেনা অভাবের কথা গুলো।
এমন অবস্থা থেকে মুক্তির জন্য সরকারের কাছ থেকে সহযোগীতা করার আহবান লোকজনের।

2 responses to “লকডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ঈদগাঁওর কর্মহীন শ্রমজীবিরা”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/33795 […]

  2. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/33795 […]

Leave a Reply

Your email address will not be published.

x