কক্সবাজারের ঈদগাঁওর ভোমরিয়াঘোনা গ্রামের যাতায়াত সড়কটি বন্যায় পানির সাথে তলিয়ে গেছে। এতেই চরম দূর্ভোগ পোহাচ্ছে চলাচলরত সাধারন নর-নারী পথচারীরা।
দেখা যায়,দীর্ঘসময় ধরে ইউনিয়নের ৯নং ওর্য়াড় ভোমরিয়াঘোনা কাসেম সও: দোকানের সামনে সড়কটি সংস্কারের অভাবে বেড়িবাঁধ না থাকায় ধসতে থাকে। গেল কিছুদিন পূর্বে ভারী বৃষ্টিপাতে উজান থেকে আসা পানির ঢলে সড়কটি খালে বিলীন হয়ে গ্রামীন জনপদের যোগাযোগ একে বারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় নরনারী লোক জন চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছে। তাদের বহু দূর অতিক্রম করে আসা যাওয়া করতে হচ্ছে।
এই সড়ক দিয়ে দৈনিক ৫/৬ হাজার মানুষ চলা চল করে থাকে বলে স্থানীয় মেম্বার সূত্রে জানা গেছে। ইউনিয়ন পূর্ব ভোমরিয়াঘোন,হাজি পাড়া, মধ্যম ভোমরিয়াঘোনা,সওদাগর পাড়া, ফরেষ্ট অফিস,পূর্বপাড়া,পশ্বিম পাড়া,চেয়ারম্যান পাড়া, কানিয়াছড়াসহ পাশ্ববর্তী বহুগ্রামের লোকজন।
সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানা এবং নুরুল আবছার জানান, ভোমরিয়াঘোনার পাড়া মহল্লার একমাত্র সড়কটি খালগর্ভে বিলীন হয়ে পড়ায় যাতায়াতে বিকল্প সড়ক নিয়ে বিপাকেই পড়েছেন স্থানীয় লোকজন। দ্রুত সংস্কার করে চলাচলের সুর্বণ সুযোগ সৃষ্টি করা হউক।
স্থানীয় পথচারীরা জানান,এই সড়ক দিয়ে কোন
অসুস্থ ব্যাক্তিকে হাসপাতালে নেয়া সম্ভব হবেনা। এদিকে টেকসই বেড়িবাঁধসহ সড়কটি সংস্কারের দাবী করেন তারা।
স্থানীয় মেম্বার আবদুল হাকিম এ প্রতিবেদককে জানান, এই যাতায়াত সড়কটি প্রবল বৃষ্টিপাতের সময় ঈদগাঁও খালের সাথে বিলীন হয়ে পড়ে। বর্তমানে লোকজন চলাচল করতে পারছেন না।
ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম সড়ক টি আপাতত সংস্কারের লক্ষে একটি বরাদ্দও দিয়েছেন। যেটি আসতে আরো মাসাধিক সময় লাগবে বলেও জানিয়েছেন।
purchase lasuna online cheap – buy lasuna pills for sale how to buy himcolin
order besivance eye drops – generic carbocysteine purchase sildamax generic
purchase neurontin pill – sulfasalazine oral buy sulfasalazine 500mg
how to get probenecid without a prescription – cheap probenecid 500 mg carbamazepine 400mg usa
buy celebrex generic – purchase urispas online cheap indocin ca
how to buy mebeverine – mebeverine 135mg ca order cilostazol 100 mg pills
order diclofenac 50mg generic – oral cambia buy aspirin 75mg without prescription
buy rumalaya sale – order shallaki sale buy generic endep online
buy pyridostigmine 60mg pills – cheap azathioprine 50mg buy azathioprine 50mg online cheap