ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
মেহেরপুরে ২৪ ঘন্টায় মৃত্যু-২ শনাক্ত-৬৮
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে মোট ৬৮ ও মৃত্যু হয়েছে ২ জনের।

বুধবার (৭ জুলাই) রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় মোট ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩৪.৮৭ শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২,২৬১ জন।

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। মৃতদের মাঝে মেহেরপুর সদরের ২৩ জন, গাংনীর ২৭ জন এবং মুজিবনগরের ১৭ জন।

জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৪৭৫ জন। সুস্থদের মাঝে মেহেরপুর সদরের ৮২৩ জন, গাংনীর ৪৫৬ জন এবং মুজিবনগরের ১৯৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ।

বর্তমানে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ দেশের অধিকাংশ জেলা করোনার ভয়াবহতার ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে।

2 responses to “মেহেরপুরে ২৪ ঘন্টায় মৃত্যু-২ শনাক্ত-৬৮”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/33700 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/33700 […]

Leave a Reply

Your email address will not be published.

x