ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
বাগেরহাটে লকডাউন না মানায় ৭ জনকে কারাদন্ড ও ১০১ জনকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে লকডাউনের ৭ম দিনেও জেলা সদরসহ ৯টি উপজেলায় সেনাবহিনী, নৌবাহিনীসহ আইন-শৃংঙ্খলা বাহীনির সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় ১০ টি ভ্রাম্যমাণ আদালত লকডাইনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপশি করোনা স্বাস্থ্য বিধি না মানায় ১০১ জনকে ৬১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে। এদিকে লকডাউনের মধ্যে বুধবার সড়কে যন্ত্রচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক চলাচল বেড়েছে।

বাগেরহাটে লকড্ধসঢ়;উনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃংখলা বাহিনীর জোরার মুখে পড়তে হচ্ছে।

বাগেরহাটের হাট-বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যা অনেক কম। তবে সড়কগুলোতে জরুরী পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী এবং পণ্যবাহী ট্রাক চলাচলের পাশাপশি যন্ত্রচালিত রিক্সা- ভ্যান, ইজিবাইক চলাচল বেড়েছে। সব ধরনের যাত্রীবাহী বাস, দোকানপাট, নৌযান, সরকারী-বেসরকারী সব অফিস বন্ধ রয়েছে। শুধু কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ জরুরী সেবা চালু রয়েছে।

লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে রয়েছে।

2 responses to “বাগেরহাটে লকডাউন না মানায় ৭ জনকে কারাদন্ড ও ১০১ জনকে জরিমানা”

  1. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/33498 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/33498 […]

Leave a Reply

Your email address will not be published.

x