ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
বাগেরহাটে লকডাউনে হতদরিদ্রদের সেনাবাহিনীর খাদ্য সহায়তা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিট ও ২৬ ই¯ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বাগেরহাট সদর, মোরেলগঞ্জে কুঠিবাড়ি এলাকায় ও শরণখোলা  উপজেলার  খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা।

বাগেরহাটে লকড্উনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃংখলা বাহিনীর জোরার মুখে পড়তে হচ্ছে।

লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে রয়েছে।

 

3 responses to “বাগেরহাটে লকডাউনে হতদরিদ্রদের সেনাবাহিনীর খাদ্য সহায়তা”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/33455 […]

  2. InldfvFK says:

    It is what we refer to as the LESS THAN 1 rate image levitra

  3. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/33455 […]

Leave a Reply

Your email address will not be published.

x