ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৩ জনকে জরিমানা
মো: শরিফুল ইসলাম, টাঙ্গাইল

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্ররিচালিত। কঠোর লকডাউনের বিধিনিষেধের জন্য মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এবং জঅই এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ২৩ জনকে ১৩ হাজার একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান “বিধিনিষেধ অমান্য করে যাঁরা আইন লংঘন করছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি, বিধি নিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে “।

 

x