বাগেরহাট ০২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ও বাগেরহাট জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপালে কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্ভোদন ঘোষণা করেন। রামপাল উপজেলা ছাত্রলীগ সূত্রে যানা গেছে যে, করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দেওয়ার লক্ষে বাগেরহাট ০২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করেন।
বাগেরহাটের অন্যান্য উপজেলার মতো রামপালে করোনা আক্রান্ত রোগীদের যাতে অক্সিজেন সেবা পায় সে লক্ষে মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ে’র নির্দেশনা মোতাবেক বাগেরহাট জেলা ছাত্রলীগ রামপাল উপজেলা ছাত্রলীগের কাছে ৫ টি কমপ্লিট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে।
রামপালে এ অক্সিজেন ব্যাংকের কার্যক্রম রামপাল উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে যানা গেছে। রামপালে কেউ করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের প্রয়োজন দেখা দিলে ০১৮৮৬-৩০৫৩০৯- হটলাইন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সাদির সঞ্চালনায় এ অনুষ্ঠানের অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল) রামপাল সদর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, ও দপ্তর সম্পাদক অসিত বরণ কুন্ডু, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, রামপাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিক, রামপাল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী সহ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।