ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
পোকখালী গোমাতলী ব্রীজের টেন্ডার বাস্তবায়নে যাদের প্রচেষ্টা 
স্টাফ রিপোটার, ঈদগাঁও
দৈনিক ডাকঃ দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে কক্সবাজার সদরের পোকখালী-গোমাতলী ব্রীজের টেন্ডার বাস্তবায়ন আলোর মুখ দেখেছে। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,সিনিয়র সচিব হেলালুদ্দিন এবং কক্সবাজারের এলজিইডির নিবার্হী প্রকৌশলী আনিসুর রহমানের সহযোগিতায় সাবেক ছাত্র নেতা ফিরোজ উদ্দিন খোকার অক্লান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হল।
জানা যায়, ১২ কোটি ৬৬ লক্ষ টাকা বরাদ্দে ৪ই জুলাই এলাকাবাসীর দাবী পরিপ্রেক্ষিতে এ ব্রীজ টেন্ডার হয়। পোকখালী-গোমাতলীবাসীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। এতে করে ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে।
ঐ সময় টেন্ডারের বিষয়ে সাবক্ষনিক সহায়তার হাত বাড়িয়ে দেন ফিরোজকে কক্সবাজার সদর আ,লীগ সভাপতি আবু তালেব, উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম,পোকখালী আ,লীগ সহ সভাপতি আবু তাহের হেলালী, সমাজসেবক হাবিব উল্লাহ জনি।
কক্সবাজার জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা প্রতিবেদককে জানান,প্রথম প্রচেষ্টায় সফলতার ছোঁয়া পেলাম। পোকখালী ইউনিয়নবাসীর পক্ষ থেকে চির কৃতজ্ঞ সিনিয়র সচিব হেলালুদ্দীন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রতি। যারা না হলে ব্রীজের কাজ এগিয়ে নেওয়া কোনভাবে সম্ভব হতনা।

Leave a Reply

Your email address will not be published.

x