ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
জয়পুরহাটে এমপি দুদুর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন
নাহিদ আখতার (জয়পুরহাট)

জয়পুরহাটে করোনা রোগী কিংবা শ্বাসকষ্টজনিত রোগীদের মাঝে জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দূদুর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল

হোসেন।

সোমবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন-স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু,এমপি।

এসময় আরো বক্তব্যদেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংসদ সদস্যের উদ্যোগে দেওয়া এসব অক্সিজেন জেলার সবজায়গায় যেখান থেকেই ফোন দেওয়া হোক না কেন, সাথে

সাথে পৌর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকদের  সহযোগীতায় এসব

পৌছে দেওয়া হবে।

আজকে ২২টি অক্সিজেন সিলিন্ডার  দেওয়া হয় পর্যায়ক্রমে আরো দেওয়ার কথা জানান সংসদ সদস্য।

x