করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে মেহেরপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেছেন তারা।
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক এ কর্মসূচি পালিত হয়।
সোমবার সকালের দিকে মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।