ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে জরিমানা
জাহিদ মাহমুদ, মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সরকারী নির্দেশনাকে উপেক্ষা করে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খােলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে।

রবিবার সকালে গাংনী উপজেলার রাইপুর ও ধানখােলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের চারজন মুদি ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার, ৫শ টাকা জারিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

x