ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি অব্যাহত
জাহিদ মাহমুদ মেহেরপুর জেলা প্রতিনিধি

গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন প্রতিনিয়ত।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী বাজারের রেজাউল চত্তর, কাথুলি মোড় ও হাসপাতাল মোড়ে তাদের অবস্থান করতে দেখা যায়। পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতা সৃষ্টি এবং সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছে গাংনী উপজেলা ছাত্রলীগ।

রবিবার গাংনী বাজারে আসিফ ইকবাল অনিকের সাথে ছাত্রলীগ কর্মী শাওন রাজা, বাধন রাজ, মুন্না, ইমন, হৃদয়, মারুফ, সাব্বির হোসেন, লিমন, সাকিবুর রহমানসহ ১৫/২০ জনের একটি টিমকে কাজ করতে গেছে।

আসিফ ইকবাল অনিক বলেন, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে নেমেছে। করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ মাঠে ময়দানে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলা ছাত্রলীগ করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

x