ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সিলেট নগরে বেড়েছে মানুষের আনাগোনা
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

সিলেটে গত ৩ দিনের তুলনায় আজ বেড়েছে মানুষের আনাগোনা। নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানায় মানুষের চাপ লক্ষ্য করা গেছে। রোববার (৪ জুলাই) সকাল থেকে সড়কে, দোকান পাঠে মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।

কোভিড-১৯ প্রতিরোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের ৪র্থ দিন আজ রোববার। গত ৩ দিনের তুলনায় আজ নানা কাজে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। পুলিশের টহল এড়িয়ে দু’একটি সিএনজি চললেও আর কোন যানবাহন চলতে দেখা যায় নি।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার কঠোর লকডাউনের ঘোষনা দেয়। সরকারি নির্দেশন বাস্তবায়নে সিলেটে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর মোড়ে মোড়ে ১৬টি চেকপোস্ট বসিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীর সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার অতির বাড়ি, কদমতলি, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না।সেই সাথে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। খুব কড়াকড়ি অবস্থায় চলছে লকডাউন।

x