ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে যুব সমাজের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামে যুবসমাজের ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার ২০টি পরিবারের মাঝে প্রত্যাকে ৫ কেজি চাউল, ৪০০ গ্রাম ডাউল, ১কেজি আলু দেওয়া হয়। মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম সারোক, যুবলীগ নেতা ইউসুফ, ইব্রাহীম, তহিনসহ কয়েকজন যুবকের ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কামরুজ্জামান রতন জানানন, মেহেরপুরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মেহেরপুর জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি ২ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিল। ইতোমধ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। যার জন্য বাংলাদেশ সরকার সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে।

লকডাউনে নিম্ন আয়ের অনেকে মানুষ অসহায় হয়ে পড়েছে। আমরা গ্রামের কয়েকজন যুবক মিলে ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *