টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ১৯৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছ-৫ জন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৪৮১ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৫ জন।
জেলায় শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৫৪ ভাগ।
আজ(৪ জুলাই) রোববার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা রোগী ৮৪০৪ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১২৫ জন।
এদিকে, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে অবস্থানে রয়েছে, সেনাবাহিনী,বিজিবি,র্যাব, পুলিশ সহ নিবাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভাম্যমান আদালত।
আজকেও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসনো হয়েছে, বিনা প্রয়োজনে চেকপোস্ট অতিক্রম করতে পারছে না কেউ।জেলায়, জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মীর মোশাররফ হোসেন বলেন, করোনা প্রতিরোধ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরমুখো করতে সদর থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।করোনা প্রতিরোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।