ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
টাঙ্গাইলের দেলদুয়ারে ফাজিলহাটী ইউনিয়নে করোনা সচেতনতায় মাস্ক বিতরন
মো: সোহেল আহমেদ,দেলদুয়ার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের গতকাল করোনা রোগী সনাক্ত হওয়ায় আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু -এমপি মহোদয়ের দিক নির্দেশনায় সামাজিক দূরত্ব ও সচেতনতা বৃদ্ধি,নিরাপদ থাকার লক্ষ্যে মুজিব আদর্শের ভাইদের নিয়ে মাস্ক বিতরন করা হয়।

এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আওয়ামীলীগের জন্য নিবেদত প্রান  গোপাল মিত্র – সাধারণ সম্পাদক ফাজিলহাটী ইউনিয়ন, সোহেল রানা  ভাই সাধারণ সম্পাদক ফাজিলহাটী ইউনিয়ন ছাএলীগ   সহ সকল কর্মীবৃন।

x