ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
লকডাউনে দ্বিতীয় দিন সিলেটের নানা পয়েন্টে চেকপোস্ট-মানুষের আনাগোনা নেই
রুবেল আহমদ সিলেট

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২ জুলাই)। সকাল থেকে সিলেট মহানগরী এলাকাসহ ১৩ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি।

এছাড়াও সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা, অনেকটা ফাঁকা অবস্থা। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়াগা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে কেউ কেউ হেঁটেই রওনা দেন গন্তব্যে।

x