ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
কালিহাতীতে ৭দিনের বিধিনিষেধের প্রথম দিনে ১৩ জনকে জরিমানা
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি পরিপালন না করার দায়ে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার নারান্দিয়া, এলেঙ্গা ও পৌজান ও বল্লা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান।

এসময় দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি পরিপালন না করার দায়ে ১৩ জনকে ৪ হাজার ৩ শত টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি ছোট ছোট দোকান মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং মাইকিং করে লোকজনকে স্বাস্থ্য বিধি পরিপালনের বিষয়ে সচেতন করা হয়।

কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি সকলকে মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

x