ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
যেভাবে পালিত হলো সিলেট হযরত শাহাজালাল (রহ.) মাজারের ওরস
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি মেনে সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২ তম বার্ষিক ওরস বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে।

তবে মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম পরিহার করে ওরসের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টায় রীতি অনুযায়ি মাজারের পক্ষ থেকে কয়েকজন গিলাফ চড়ানো হয়। এরপর খতমে কোরআনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ্ আল আমান। তিনি বলেন, রীতি অনুযায়ি বৃহস্পতিবার সকাল ১০টায় মাজারে গিলাফ চড়ানো হয় স্বাস্থ্যবিধি মেনে। এসময় কয়েকজন উপস্থিত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ওরস শেষ হবে। করোনা ভাইরাসের কারণে আশিকান,ভক্তবৃন্দ সমাগম ঘটেনি। সম্প্রতি ওরসকে কেন্দ্র করে যাতে কেউ মাজারে না আসেন সেজন্য অনুরোধ জানানো হয়।

x